কিভাবে হোয়াটসঅ্যাপ এ ব্লু টিক মার্ক বন্ধ করবেন তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া ।

কিভাবে হোয়াটসঅ্যাপ এ ব্লু টিক মার্ক বন্ধ করবেন তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া ।




Whatsapp blue tick mark disable picture by Shahriar Abid


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন । অনেকদিন পর একটি আর্টিকেল লিখতে বসলাম । অনেকদিন আর্টিকেল লিখা হয়নি আমার পরীক্ষা থাকার কারণে । আগামী কয়েকদিন আমার লেখা আর্টিকেল পাওয়া যাবেনা । কারণ আমার পরীক্ষা থাকবে (সবাই আমার জন্য দোয়া করবেন)। ইনশাআল্লাহ পর থেকে আর্টিকেল পাবেন। তো আজকের আর্টিকেল শুরু করা যাক ।

এই আর্টিকেল পড়লে আপনার কী লাভ হবে :
এই আর্টিকেল পরে আপনি জানবেন আপনি যদি কারো মেসেজ পড়েন(হোয়াটসঅ্যাপ এ) তাহলে যে মেসেজ দিয়েছে সে বুঝতেই পারবে না আপনি তার মেসেজ পড়েছেন ।

প্রথমে জেনে নেই ব্লু টিক মার্ক কী :
আপনাকে যদি কেউ মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ এ তবে আপনি যদি সেই মেসেজ দেখেন তাহলে তার ফোনে ২টি নীল টিক চিহ্ন দেখা যাবে। অনুরূপভাবে যদি আপনার মেসেজ অন্য কেউ দেখে তাহলে আপনার ফোনে ও নীল চিহ্ন দেখা যাবে।

পিকচার এ দেখানো এটি হলো ব্লু টিক মার্ক (নীল টিক চিহ্ন)




ব্লু টিক মার্ক (নীল টিক চিহ্ন) বন্ধ করার প্রক্রিয়া :
১.প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ এ চলে যেতে হবে।

২.তারপর হোয়াটসঅ্যাপ এর ৩ ডট আইকনে ক্লিক করতে হবে।




৩.তারপর Settings এ ক্লিক করতে হবে।




৪.অতঃপর Privacy তে ক্লিক করতে হবে।




৫.তারপর Read Receipts বন্ধ করে দিতে হবে।








এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করলে আপনি নিশ্চই লাভবান হবেন তথা আপনি কারো মেসেজ পড়লে সে বুঝতেই পারবে না ।

যদি এই আর্টিকেলটি আপনার ভালো লাগে তবে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন ।

ইতি,

শাহরিয়ার আবিদ


Author & Writer




1 Comments

কোনো সমস্যা থাকলে জানাবেন। ধন্যবাদ!

Previous Post Next Post

Popular Items