কিভাবে যেকোনো ওয়েবসাইট ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবেন ।

Shahriar Abid

কিভাবে যেকোনো ওয়েবসাইট ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবেন(How to download and watch any website offline)


السلام عليكم ورحمة الله وبركاته
Peace and blessing be upon you.
(আসসালামু আলাইকুম)।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পোস্ট।

পোস্টটি কি নিয়ে সেটা তো আপনারা পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গেছেন।

আমাদের তো অনেক সময় ফোনে ইন্টারনেট থেকে না বলে আমরা অনেক সময় ভাবতে তাকি ("হায়! যদি অ্যাপ এর মত ওয়েবসাইট ও ডাউনলোড করা যেতো")

আজ আপনাদের এই স্বপ্নটি সত্যি হতে চলেছে।
তো শুরু করা যাক।

ওয়েবসাইট ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১.প্রথমে আপনার ফোনে থাকা গুগল ক্রোম এ চলে যেতে হবে ।

২.তারপর কাঙ্খিত ওয়েবসাইট (যে ওয়েবসাইট ডাউনলোড করতে চান )সেটা সার্চ বারে গিয়ে সার্চ করুন।

৩.তারপর ওয়েবসাইট এ চলে যাওয়ার পর 3ডট এ ক্লিক করুন।

৪.তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

৫.তারপর আপনি ওয়েবসাইটটি দেখতে পারবেন ।

৬.অফলাইনে ওয়েবসাইট দেখার জন্য একইভাবে গুগল ক্রোম এ চলে যেতে হবে।

৭.তারপর ট্যাব অপশনের পাশে 3ডট এ ক্লিক করতে হবে।

৮.তারপর Downloads অপশনে গিয়ে ডাউলোডকৃত ওয়েবসাইট দেখে নিতে পারেন।


ওয়েবসাইট ডাউনলোড করার জন্য নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।




ওয়েবসাইট অফলাইনে দেখার জন্য নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।



*পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।

ইতি,
শাহরিয়ার আবিদ


1 Comments

কোনো সমস্যা থাকলে জানাবেন। ধন্যবাদ!

Previous Post Next Post

Popular Items